ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:২১ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে এই প্রথম ক্লোডেক্যাল সিস্ট অপারেশন

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 9:15 pm

স্টাফ রিপোর্টার: পেট না কেটে মেশিনের মাধ্যমে ফুটো করে এক শিশুর পিত্তনালির জন্মগত সিস্ট অপারেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে চার ঘণ্টা ধরে জটিল জন্মগত এ রোগের অপারেশন করেন চিকিৎসকরা। লেপারস্কোপিক মেশিনের মাধ্যমে এ অপারেশনটি সম্পন্ন করা হয়। ঢাকার ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইমরুল হাসান খান গতকাল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে এ অপারেশনটি চালু করে দিয়ে যান।

তাঁকে সহযোগিতা করেন রাজশাহী হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার নাজিমুল হক ও অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ওই বিভাগের চিকিৎসক ডাক্তার নাজমুল হক,  ডাক্তার আশরাফুল আলম, ডাক্তার মুণিম সরকার, ডাক্তার জয়ন্ত, ডাক্তার রাশেদ ও ডাক্তার মালেক।

রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক বলেন, ‘লিভারের জন্মগত সিস্ট একটি জটিল অপারেশন। এর মধ্যে পেট না কেটে অপারেশনটা এর আগে কখনো রাজশাহীতে হয়নি। আমরা রোগীদের উন্নত চিকিৎসা স্বার্থে এটি চালু করলাম। এখন থেকে এ জটিল অপারেশনটি রাজশাহী হাসপাতালেই হবে। এরকম পেটের আরও জটিল অপারেশন আমরা আগে থেকেই করে যাচ্ছি। ফলে রোগীদের ঢাকা বা দেশের বাইরে এসব চিকিৎসা করাতে হবে না বা হয় না।