রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পবা, শাহমখদুম, মতিহার ও কাটাখালী থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইনসহ ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
আরএমপি সূত্র জানায়, অভিযানে ৪৯০ গ্রাম গাঁজা, ৬৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ০.৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোজাম্মেল @ মোজাম (৫০), নাজমুল হক (৩৫) এবং রাজ্জাক আলী (৪০), লিটন আলী (২৪); সাহারুপ আলী @ রবিন (২২), সাগর আলী (৩২) এবং তাপস বিশ্বাস (২০); অমিত হাসান @ অমি (২৮); রফিকুল ইসলাম (৬০)।
মোজাম এয়ারপোর্ট থানার শিয়ালবেড় গ্রামের মৃত মোসলেমের ছেলে। নাজমুল পবা থানার গোয়ালদহ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। রাজ্জাক পবা থানার কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। লিটন পবা থানার চক পারিলা গ্রামের সাদ আলীর ছেলে। রবিন শাহমখদুম থানার নওদাপাড়া কালুর মোড় গ্রামের সুরাপ আলীর ছেলে। সাগর পবা থানার বাগসারা গ্রামের নইমুদ্দিনের ছেলে। তাপস চন্দ্রিমা থানার উজিরপুকুর গ্রামের বাল্টু বিশ্বাসের ছেলে। অমিত মতিহার থানার ধরমপুর মৃধাপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। রফিকুল চন্দ্রিমা থানার মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সকলেই রাজশাহী মহনগরীর বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











