ঢাকা | জানুয়ারী ৭, ২০২৬ - ৫:১২ অপরাহ্ন

রাজশাহীর সব উন্নয়নই বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে: মিনু

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 12:55 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মাটি ও প্রতিটি জনগণের সাথে বেগম জিয়ার আত্মার সম্পর্ক ছিলো বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু।

গতকাল সোমবার রাজশাহী নগরীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়া ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে, তার সবই হয়েছে বেগম খালেদা জিয়ার শাসনামলে। রাজশাহীর সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। রাজশাহীর সকল নেতার নাম তাঁর অন্তরে ছিলো। কারণ সেই সময়ে লংমার্চ, ও ট্রেন মার্চ সবগুলোই রাজশাহীর নেতৃবৃন্দের আয়োজনে হয়েছিলো। বেগম জিয়ার আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও দেশবাসী তথা বিশ্ব আজীবন তাঁকে মনে রাখবে। ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। মিনু বলেন, বেগম জিয়া অনেক ধর্য্যশীল ছিলেন। তাঁর সততা তাঁকে আজীবন বঁািচয়ে রাখবেন। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার। এই ও প্রত্যাশা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া তাঁদেরই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান পূরণ করবেন বলে উল্লেখ করেন তিনি। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাজশাহী-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম সাফিক, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি ও সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার ও সদস্য সচিব নাসিম খান, বোয়ালিয়া থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন লিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষকদলের অবায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা মহিলাদলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও গতকাল সোমবার রাজশাহী জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম রাজশাহী শাখার উদ্যোগে সমিতির ১ নং বার ভবনের হলরুমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।