রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, মাদক উদ্ধার
স্টাফ রিপোর্টার: নগরীতে গোয়েন্দা পুলিশ এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নগদ টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
অভিযানে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মমিন (৪৫) ও রাজু আহম্মেদ (৩৫)। মমিন কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আ: মজিদের ছেলে এবং রাজু রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।
অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’ -এ গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী হোসেন আলী (৩৬) মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে। তাকে রাজপাড়া থানা পুলিশ ৫ জানুয়ারি ভোর রাতে সিএন্ডবি মোড় থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











