মোহনপুরের সেই আলমাসকে মাসিক ভাতা দেয়ার দাবি
মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নং ধুরইল ইউনিয়নের ভীমনগর গ্রামের সমতুল্যা প্রামাণিকের ছেলে আলমাস হোসেন (৩০) দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সইপাড়া মোড়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো সরকারি দায়িত্ব বা নির্ধারিত বেতন ছাড়াই আলমাস যানজট নিরসনে নিরলসভাবে কাজ করেন। চালক, যাত্রী কিংবা পথচারীরা ভালোবেসে যে সামান্য অর্থ দেন, সেটাই তার একমাত্র উপার্জন।
এলাকাবাসীর মতে, আলমাস কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী হলেও সইপাড়া মোড়ে যানজট কমানো, পথচারী-বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করা এবং দুর্ঘটনা হ্রাসে তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের আনুষ্ঠানিক দায়িত্বে না থেকেও মানবিক দায়বদ্ধতা থেকে তিনি যে সেবা দিয়ে যাচ্ছেন, তা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
স্থানীয়রা আরও জানান, এই নিঃস্বার্থ সেবার স্বীকৃতি হিসেবে মোহনপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সম্মানিত পুলিশ সুপার ও রাজশাহীর ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় বিত্তবানদের উদ্যোগে আলমাসের জন্য একটি মাসিক ভাতা বা বেতনের ব্যবস্থা করা প্রয়োজন। এতে তার জীবনযাপন যেমন স্বস্তিদায়ক হবে, তেমনি মানবিক সেবায় অনুপ্রেরণাও সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।











