মাঝারি শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষের পাশে ক্যাব, তানোরে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হঠাৎ তাপমাত্রা কমে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একদিনের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে নেমে এসেছে ৭ ডিগ্রিতে। এর ফলে জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। দিনমজুর, রিকশাচালক, কৃষিশ্রমিক ও পথচারীরা কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হলেও শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন পার করছেন।
এমন পরিস্থিতিতে শীতার্ত খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘবে তানোর উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে ক্যাব রাজশাহী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা পরিষদ এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি বলেন,“মাঝারি শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে খেটে খাওয়া মানুষ। শীতের মধ্যে তাদের পরিশ্রম আরও কঠিন হয়ে উঠেছে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ক্যাব সবসময়ই মানুষের অধিকার ও মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে। শীতের রাতে এই কম্বলই একজন খেটে খাওয়া মানুষের জন্য স্বস্তি ও নিরাপত্তার প্রতীক।”
তিনি আরও বলেন,“চলমান শৈত্যপ্রবাহে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবী মানুষ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংগঠন ও বিত্তবানদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই দুর্ভোগ লাঘব করতে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে কোনো মানুষ শীতে কষ্ট পাবে না।”
মাঝারি শৈত্যপ্রবাহে হঠাৎ পাওয়া এই কম্বল যেন শীতকাতর মানুষের জন্য স্বস্তির পরশ হয়ে এসেছে। কম্বল পেয়ে খুশি হয়েছেন এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ অসহায় মানুষজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব তানোর উপজেলা শাখার সভাপতি ও সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মাসুদ। তানোর উপজেলা প্রেসক্লাব ও ক্যাব তানোর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য ন্যাচার এন্ড লাইভ-এর চেয়ারম্যান ও ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের নির্বাহী সদস্য টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ শেষে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং শীতার্ত মানুষের নিরাপত্তা ও সুস্থতা কামনা করা হয়। মানবিক এই উদ্যোগে শীতের মধ্যে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠে, যা সমাজে সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।











