বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম’র বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম এর চাকরি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার প্রধান কার্যালয়ে বিএমডিএর আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিদায়ী নির্বাহী পরিচালক তরিকুল আলম ও তার সহধর্মিণী সহকারী অধ্যাপক লালমাটিয়া কলেজ সেলিনা আখতার।
এসময় আরো উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, বিএমডিএ‘র সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম, রাজ (২০৮৮) সিবিএ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েসন সভাপতি জি.এফ.এম হাসনুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহাত পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে তরিকুল আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধিনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।











