বাঘায় পূবালী ব্যাংকের উপ শাখার উদ্ধোধন করলেন ইউনও
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে পূবালী ব্যাংক পিএলসির ২৭৫তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ব্যাংকটির আড়ানী উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপশাখার শুভ উদ্ধোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ান মশিউর রহমান, সহকারী-মহাব্যবস্থাপক পূবালী বাংক পিএলসি অঞ্চলিক কার্যলয় রাজশাহী, নাহিদ বাবু পূবালী ব্যাংক রাজশাহী শাখা, দেলোয়ার হোসেন পূবালী ব্যাংক বাঘা শাখা। সভাপতিত্ব করেন সাজিদুর রহমান উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান পূবালী ব্যাংক পিএলসি, রাজশাহী অঞ্চল।











