ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৫:০০ পূর্বাহ্ন

পুঠিয়ায় হাটের নতুন ভবন এখন গণশৌচাগার

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 9:00 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দুইটি হাটে জনসাধারণের কেনাবেচা করার জন্য সরকারি দুইটি নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

কিন্তু উপজেলা প্রশাসন এখনো পর্যন্ত হাটে কেনাবেচা করার জন্য মানুষের মাঝে ভবন উন্মুক্ত করে দেয়া হয়নি। এতে করে বর্তমানে ভবন দুটিতে গণশৌচাগার ও মাদক সেবীদের আখড়ায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে।

পুঠিয়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শিলমাড়িয়া ইউনিয়নের সাধনপুর ও কার্তিকপাড়া হাট দুইটিতে উন্নয়ন করার লক্ষ্যে ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থ-বছরে দুই তলাবিশিষ্ট দুইটি নতুন মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন করে।

কার্তিকপাড়া হাটের জন্য ব্যয় ধরা হয়েছে, ২ কোটি ৪৯ লাখ ৫২ হাজার টাকা ও সাধনপুর হাটের জন্য ব্যয় ধরা হয়েছে, ৭ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে ভূমি মন্ত্রণালয় গত ৬ অক্টোবর প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাট বাজার ব্যবস্থাপনা বিধিমালা ২০২৫ অনুযায়ী অবিলম্বে হাট বাজার ইজারা দেয়ার জন্য সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন কার্যকর করতে বলা হয়।

কিন্ত সারা দেশেই নির্মাণ কাজ শেষ হওয়ার দীর্ঘদিন অতিবাহিত হলেও শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতার কারণে জনসাধারণ মাঝে উন্মুক্তভাবে হাটের কাজে ভবন ব্যবহার করতে পারছে না।

হাট এলাকাবাসীদের অভিযোগ, ভবন দুটিতে দিনের বেলা এলাকার জনসাধারণ গণশৌচাগার হিসেবে ভবনগুলো ব্যবহার করছেন। আর রাত হলেই অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়।

কার্তিকপাড়া বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আলিম বলেন, আমি দীর্ঘদিন ধরে ইউএনওকে বলেছি বাজারের ব্যবসায়ীদের স্বার্থে সরকারি নিয়মানুযায়ী ব্যবসায়ীদের মাঝে ঘরগুলো দিলে বাজারের মানুষের উন্নয়ন হত। কিন্তু এখন পর্যন্ত ভবনের ঘরগুলো দেয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়নের দুই হাটের ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবন দুইটি কি প্রক্রিয়ায় হাট বাজার সংশ্লিষ্টদের মাঝে দেয়া হবে তা আমি অবগত নই। তবে ভবন দুটি প্রান্তিক সাধারণ মানুষ যাতে উপকার পায়, সে ব্যাপারে সুষ্ঠুভাবে উপজেলার পরিষদের পক্ষ হতে গ্রহণ করতে হবে।