ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

পবায় পিআইও আবু বাশিরের বিদায় সংবর্ধনা

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 9:06 pm

স্টাফ রিপোর্টার: বদলি জনিত কারণে পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশিরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব।

একই সঙ্গে নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনকে বরণ করে নেয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। অনুষ্ঠানটি পরিণত হয় আবেগঘন স্মৃতিচারণ ও উন্নয়ন কার্যক্রমের মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ মঞ্চে।

বিদায়ী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশিরের কর্মজীবনের স্মৃতি চারণ করে উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের সভাপতি আরাফাত আমান আজিজ বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ সুযোগকে গ্রামবাংলার তরুণ প্রজন্মের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই ছিল আমাদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে পবা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ ভবনে ‘ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র’ স্থাপন করা হয়েছে।

এর মধ্য দিয়ে পবা উপজেলায় প্রযুক্তিগত ক্ষমতায়নের নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির অর্থায়নে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নের মূল উদ্যোক্তা ছিলেন প্রকৌশলী আবু বাশির। সাধারণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে টিআর তহবিলের কার্যকর ব্যবহার সত্যিই প্রশংসনীয়।

উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি ল্যাবরেটরি স্থাপনের গুরুত্ব তুলে ধরে বিদায়ী পিআইও’র স্মৃতি চারণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন। উল্লেখ, বিদায়ী সংবর্ধনার পাশাপাশি নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য ও আগামী কর্মজীবনের সফলতা কামনা করা হয়।