ঢাকা | জানুয়ারী ৭, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

তানোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 12:48 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় তানোর পৌর সদরের বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শৈত্যপ্রবাহে কম্বল পেয়ে খুশি এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী ও পুরুষসহ শীতার্ত মানুষজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন। তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের সাবেক প্রভাষক লুৎফর রহমান, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম।

তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, নির্বাহী সদস্য টিপু সুলতান, তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন, মনিনুল ইসলামসহ অনেকে।