ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ১:৫৭ অপরাহ্ন

গরু চুরির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 9:13 pm

পাবনা প্রতিনিধি‎: পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে গরু চুরির প্রতিবাদে ‎সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।

মঙ্গলবার দুপুরের ভাড়ারা ইউনিয়নের কোলাদী এলাকাবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে কোলাদী চারাবটতলা এলাকায় অবস্থান নিয়ে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়ক অবরোধ করে। এতে করে পাবনা-সুজানগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়।

পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে গ্রামবাসীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আব্দুল আজিজ খান, শামসুর রহমান মাস্টার, ইউপি সদস্য কোরবান আলী খানসহ অনেকে। বক্তারা বলেন, গত ৫ আগস্টের পরে এই দেড় বছরে ভাড়ারা ইউনিয়নের মোলাদী গ্রামের প্রায় ৪০ জন কৃষকের শতাধিক গরু ও ছাগল চুরি হয়েছে। ক্রমেই এই সংখ্যা বাড়ছে। গরু চোরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। প্রশাসনের কাছে অভিযোগের পরও ব্যবস্থা নেয়া হয় না। এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তির আশ্রয়ে বাহির থেকে চোর নিয়ে এসে এসব অপকর্ম করাচ্ছে।