ঢাকা | জানুয়ারী ৮, ২০২৬ - ৩:২১ পূর্বাহ্ন

অ্যাড. তোফাজ্জল হোসেন আহম্মেদের ইন্তেকালে ফুলকোর্ট রেফারেন্স

  • আপডেট: Tuesday, January 6, 2026 - 9:36 pm

স্টাফ রির্পোটার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সিনিয়র সদস্য অ্যাড. তোফাজ্জল হোসেন আহম্মেদের মৃত্যুতে  মঙ্গলবার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

রেফারেন্সে মরহুমে কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান এবং বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম।

মরহুমের আত্মার শান্তি কামনা করে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. হাফেজ শুয়াইব আকতার। এতে বারের সাধারণ সম্পাদক জমসেদ আলীসহ বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগন উপস্থিত ছিলেন।

পরে ১ নং বার ভবনের হল রুমে সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম এর সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক জমসেদ আলীর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন জানে আলম, পারভেজ তৌফিক জাহেদী, আব্দুল মালেক রানা, তহিজ উদ্দিন, সাজেমান আলী ও মাসুদ কামাল প্রমুখ আইনজীবীগন।

সভায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অ্যাড. হাফেজ শুয়াইব আকতার।

উল্লেখ রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবী তোফাজ্জল হোসেন আহম্মেদ গত সোমবার সকাল সাড়ে ৯ টায়  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।