ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ৮:২১ অপরাহ্ন

সাক্ষাৎকারে হাসেন আলী: ‘নির্বাচিত হলে চেম্বার হবে ব্যবাসায়ীবান্ধব’

  • আপডেট: Sunday, January 4, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বড় ধরনের কোনো শিল্প কারখানা নেই। তবে ৬টি জুটমিলসহ বেশকটি কোল্ড স্টোরেজ আছে। তাই রাজশাহীর কর্মহীণ যুব সমাজের কর্মের ব্যবস্থা করতে দেশি ও বিদেশী ব্যবসায়িদের সমন্বয়ে শিল্প কারখানা গড়ে তোলা হবে।

দৈনিক সোনালী সংবাদ পত্রিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি প্রার্থী শিল্পপতি হাসেন আলী এসব কথা বলেন।

আগামী ১৫ জানুয়ারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে রাজশাহীর ব্যবসায়ি অঙ্গনে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থী ও সমর্থকরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে জয়ী করতে ব্যবসায়িদের মাঝে নিরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। যার একটির নেতৃত্ব দিচ্ছেন শিল্পপতি হাসেন আলী।

ব্যবসায়ীবান্ধব চেম্বার প্রতিষ্ঠায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ী-বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মাধ্যমে সদস্যদের আস্থা ও অংশগ্রহণ আরও সুদৃঢ় করা হবে। নারী উদ্যোক্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসেন আলী বলেন, নারী উদ্যোক্তা উন্নয়নও বৃদ্ধি করা হবে। দেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নারী। তাদের অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের শিল্প ও বাণিজ্যে অংশগ্রহণ বৃদ্ধি, প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখা হবে। এর আগেও তিনি চেম্বারের সভাপতি থাকাকালীন মাত্র ২শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ঋন নিয়ে দিয়েছিলেন। নির্বাচিত হলে এবারো সেইধারা অব্যাহত থাকবে।

ব্যবসায়িক সেবা সহজীকরণে রাজশাহী চেম্বার ভবনে ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক “ওয়ান স্টপ সার্ভিস ডেস্ক” চালু করার উদ্যোগ গ্রহণ করে টিন, ভ্যাট, ট্রেড লাইসেন্স, ব্যাংকিং ও সংশ্লিষ্ট আইনগত বিষয়ে সমন্বিত তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ সৃষ্টি করা হবে। যোগাযোগ ও লজিস্টিক অবকাঠামো উন্নয়নে রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, কার্গো সার্ভিস চালুর সম্ভাবনা, কৃষিপণ্য রপ্তানির সুবিধা সম্প্রসারণ, রাজশাহী-ঢাকা সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন এবং গোদাগাড়ীর সুলতানগঞ্জ স্থলবন্দরকে কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়মূলক ভূমিকা পালন করা হবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ এবং ঝগঊ ঋণপ্রাপ্তি প্রক্রিয়া সহজীকরণে নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা হবে। দক্ষ মানবসম্পদ উন্নয়নে আইটি, নার্সিং, কারিগরি শিক্ষা, পর্যটন ও হোটেল ম্যানেজমেন্টসহ বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়ক ভূমিকা রাখা হবে। মৎস্য শিল্প উন্নয়নে রাজশাহী অঞ্চলে মাছ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে মজুদ ও বাজার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ফিশ প্রসেসিং জোন’ গঠনের উদ্যোগে সহায়তা করা হবে।

তরুণ ও নারী উদ্যোক্তা উৎসাহিতকরণে তরুণ ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে নিয়মিত শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন এবং বিসিকের মাধ্যমে মেলার জন্য স্থায়ী স্থান নির্ধারণে কার্যকর ভূমিকা রাখা হবে। কৃষিপণ্য ভ্যালু অ্যাডিশনে আম, টমেটো ও আলুর মতো কৃষিপণ্যের অতিরিক্ত উৎপাদনকে ড্রাই ফুডসহ ভ্যালু অ্যাডেড পণ্য হিসেবে বাজারজাত করতে উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।

কর্পোরেট সামাজিক দ্বায়বদ্ধতায় সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে ব্যবসায়ীদের কল্যাণ, বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি, বর্জ্য ব্যবস্থাপনা সচেতনতা, রক্তদান, ত্রাণ বিতরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে। স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়নে উত্তরাঞ্চলের মানুষের জন্য রাজশাহী একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র।

এই বাস্তবতাকে বিবেচনায় রেখে একটি আধুনিক মাল্টিস্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই ও বাস্তবায়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং চামড়া শিল্প বিকেন্দ্রীকরণে ঢাকাকেন্দ্রিক চামড়া প্রক্রিয়াকরণ ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে রাজশাহীতেই একটি পূর্ণাঙ্গ চামড়া প্রক্রিয়াকরণ জোন গড়ে তোলার লক্ষ্যে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তায় ভূমিকা রাখা হবে।

শিল্পপতি হাসেন আলী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই এর পরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতিসহ সার্ক চেম্বার অব কমার্সের নির্বাহী সদস্য ছিলেন।

এফবিসিসিআই এর পরিচালকের দায়িত্ব থাকাকালে ভারত, পাকিস্তান, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান কোয়িয়া, তাইওয়ান, শ্রীলংকা, চায়না, ওমান, ইউএসএ, ইউকে, সুইাজারল্যান্ড, জার্মানি, ইতালিম ফ্রান্সসহ ইউরোপেরে বিভিন্ন ব্যবসায়িদের প্রতিনিধিত্ব করেছেন।