ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ৮:০৮ অপরাহ্ন

শিবগঞ্জে অবৈধ মাটি কাটার দায়ে ৩ জনকে অর্থদণ্ড

  • আপডেট: Sunday, January 4, 2026 - 10:33 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অভিযোগে তিনজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এর আগে শনিবার বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় জব্দ করা হয়েছে মাটি বহনে ব্যবহৃত গাড়ির ৩টি ব্যাটারি। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

তিনি জানান, বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় কৃষি জমির মাটি বিনষ্ট করে অবৈধভাবে মাটি বহন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রামম্যাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে মাটি কাটা ও বহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ ক (গ) ধারা ভঙ্গের অপরাধে তিনজনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় মাটি বহনে ব্যবহৃত গাড়ির ৩টি ব্যাটারি জব্দ করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।