মাদকবিরোধী অভিযানে রাজশাহীতে ২ নারীসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: মহানগরীতে ডিবি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ২ নারী ও ১ যুবক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
অভিযানে সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন খালেদা বেগম (২৫), নাছরিন খাতুন (২৬) এবং মো: শুভ @ সিজান (২০)।
খালেদা খাইরুল ইসলামের মেয়ে এবং নাছরিন আজাহার আলীর মেয়ে। উভয় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে কলোনীর বাসিন্দা। শুভ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার ফুদকিপাড়া গ্রামের সাইরুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদক নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











