ধামইরহাট সীমান্তে ৬টি মহিষসহ চার চোরাকারবারী আটক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁর ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৬টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইলসহ ৪ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আটকৃতরা হলো- রাশেদুল ইসলাম (২৬), জহুরুল ইসলাম (৪০), হুমায়ুন কবির (৩৮) ও তরিকুল ইসলাম (৩৫)। গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।











