তানোরে দলিল লেখক সমিতির দোয়া মাহফিল
তানোর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে উপজেলার দলিল লেখক সমিতির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
গতকাল রোববার সকালে সাব-রেজিষ্ট্রার কার্যালয় চত্বরে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এর আগে প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির আহবায়ক আলহাজ্ব আব্দুস সামাদ, সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আরশাদ আলী, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এসময় আহবায়ক কমিটির সদস্য সিনিয়র দলিল লেখক আলহাজ্ব খাইরুল ইসলাম, আবু রায়হান, ওবাইদুর রহমান দুলাল, মাহফুজুল হক লেলিন, মুঞ্জুর রহমান ও কোষাধ্যক্ষ সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।











