ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ৮:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের সচেতনতায় এসডিএফের গম্ভিরা

  • আপডেট: Sunday, January 4, 2026 - 10:32 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: রসালো আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের সচেতনতা বৃদ্ধিতে ঐতিহ্যবাহী গম্ভিরা গান পরিবেশন করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর এলাকায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর আয়োজনে এ গম্ভিরা গান পরিবেশিত হয়।

গম্ভিরা গানে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান, বেকারত্বের সমস্যা, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কীভাবে উদ্যোগ নিতে হবে—সে বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএফের জেলা ব্যবস্থাপক মাহাবুবুর রশিদ, যুব ও কর্মসংস্থানের জেলা কর্মকর্তা মহিবুর রহমান, সাবেক শিক্ষক আওরগোজেব, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। গম্ভিরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী চাপাই নকশী গম্ভিরা দল।