লালন শাহ্ মুক্তমঞ্চে ঐতিহ্যবাহী বাংলা নাট্য আলকাপ মঞ্চায়ন
প্রেস বিজ্ঞপ্তি: ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫-এর আওতায় বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে ঐতিহ্যবাহী বাংলা নাট্য আলকাপ মঞ্চায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মূল শিরোনাম হলো ‘ঐতিহ্যবাহী বাংলা নাট্য আলকাপ-এর সংরক্ষণ ও প্রসার’।
অনুষ্ঠানটি গত সোমবার রাজশাহীর ঐতিহাসিক লালন শাহ্ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। মঞ্চায়নে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কোর জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার মুহা: তানজির পারভেজ।
এছাড়া উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী, তথ্য ও গবেষণা কর্মকর্তা ড. মো. ইমরুল আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আতাউর রহমান, নাট্যকলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উন্মুক্ত এই মঞ্চে আলকাপ গান ও নাট্যের পরিবেশনা স্থানীয় দর্শকদের বিনোদনের পাশাপাশি নিজেদের শেকড়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। লোকসংস্কৃতির এই আসরটি রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
প্রফেসর ড. আতাউর রহমান বলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এমন উদ্যোগ সংস্কৃতিপ্রেমীদের আরো বেশি অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি। এমন আয়োজন নিয়মিত হোক এই প্রত্যাশা রইল।
এই পুরো অনুষ্ঠানটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে রাজশাহীর স্থানীয় প্রতিষ্ঠান ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’। তাদের এই উদ্যোগে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)।
আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এবং স্থানীয় উন্নয়ন সংস্থার এই যৌথ প্রচেষ্টা আলকাপ গানের ঐতিহ্য রক্ষায় এবং এর ভবিষ্যৎ প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।










