ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

বিপিএলের স্থগিত হওয়া দুই ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 3:51 am

সোনালী ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলের দুটি ম্যাচ স্থগিত ঘোষণা করেছিল। পরবর্তীতে এই দুই ম্যাচের নতুন সূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং রাত ৮টায় দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ হঠাৎ ম্যাচ স্থগিত হওয়ার কারণে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু দর্শককে মাঠ থেকে সরাতে হয়। তবে যারা আজকের ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা একই টিকিটে আগামীকাল খেলা উপভোগ করতে পারবেন।

আগের সূচি অনুযায়ী, আজ দুপুর ১টায় সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ হওয়ার কথা ছিল। এখন এটি হবে বুধবার বিকেল ৩টায়। আর আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ, যা হবে বুধবার রাত ৮টায়। পূর্বনির্ধারিত সূচি অনুসারে, বুধবার কোনো খেলা থাকেনি। নতুন পরিস্থিতিতে সিলেট পর্বে তিনদিনে ধারাবাহিকভাবে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত নেত্রীর স্মৃতিতে সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ স্থগিত করা হয়েছে। নতুন সূচি পরে জানানো হবে।

উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। গত রাতেই তার অবস্থা সংকটজনক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। এরপর আজ সকালে তার মৃত্যু ঘোষণা করা হয়। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।