ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৩:০৬ পূর্বাহ্ন

পুঠিয়ায় জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 12:11 am

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী পুঠিয়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন উইলিয়ামকে (৫২) গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। সে রাজশাহী জেলা যুবলীগের শিক্ষা ও প্রকাশনা সম্পাদক।

এছাড়াও তিনি রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (আ’লীগপন্থী) সাধারণ সম্পাদক ও পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদেও ছিলেন।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুঠিয়ার সেনভাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পুঠিয়ার বারইপাড়া গ্রামের মৃত. মনির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, নাসির উদ্দিন উইলিয়াম দীর্ঘদিন থেকে নিষিদ্ধ সংগঠন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘটিত করার কাজ করে আসছিল। আগামী সংসদ নির্বাচন বানচাল করতে কিভাবে নাশকতা করা যায় তা নিয়ে সে ষড়যন্ত্র করছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, বিগত সরকারের সময় উইলিয়াম ছিল এলাকার আতঙ্ক। তার নামে অনেক সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে এমন খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।