ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ৫:৩২ পূর্বাহ্ন

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 11:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীসহ বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর নগরীর বিভিন্নস্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় একই সময়ে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে ও বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন এর সার্বিক তত্বাবধানে রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ ময়দানে বেগম জিয়ার গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। সেইসাথে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিঙ্কু, বিএনপি নেতা আমিরুল ইসলাম রঞ্জু, রুবেল, ভূগোল, ইসলাম ও আকতারসহ রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ।

এদিকে একই সময়ে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।

উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন আইডিইবি’র আহ্বায়ক এ.আর. জামিল ইদি, সদস্য সচিব আহসান হাবিব, সদস্য আবু হেনা মো: মোস্তফা কামাল। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কেশরহাট

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কেশরহাটসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোক ও শ্রদ্ধায় আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল মাঠে এই জানাজায় অনু্ষ্িঠত হয়। এতে ইমামতি করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমান। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেন। এ সময় জানাজাস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

নাচোল

বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলার দুটি পৃথক স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় স্থানীয় রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক এবং সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম এবং নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম।

পার্বতীপুর

পার্বতীপুরে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কুরআন তেলওয়াত ও দোয়া মাহফিল গতকাল বুধবার সন্ধায় পার্বতীপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান সিনিয়র সহসভাপতি সাজেদুর রহমান, পৌর বিএনপির সভাপতি চাদ আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মারুপ স্বপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সুধীজন উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ

বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে। গতকাল বুধবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়নের বারঘরিয়া সরকারি গোরস্থান মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, মহিপুর কলেজ মাঠে, ঝিলিম ইউনিয়নের আমনুরা ফুটবল মাঠে, মহারাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে, কৃষ্ণগোবিন্দপুর হাইস্কুল মাঠে, ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি মাঠে, দেবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে, অনুপনগর ইউনিয়ন কাউন্সিল প্রাঙ্গনে, নরেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে, সুন্দরপুর আব্দুস সামাদ কলেজ মাঠে এবং আলাতুলী রানীনগর দাখিল মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।