ঢাকা | জানুয়ারী ১, ২০২৬ - ৫:১৪ পূর্বাহ্ন

নগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট: Wednesday, December 31, 2025 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জুলাই-৩৬ হল এর অনাবাসিক শিক্ষার্থী।

গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেসে গলায় ফাঁস দেয়। তবে সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি।

জানা গেছে, বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যার চেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামায়। এসময় তাকে দ্রুত রামেক হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবার আসলে নিহতের মরদেহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।