ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর ৬টি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:55 am

উৎসবমুখর পরিবেশ 

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার মনোনয়ন দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল শেষদিন পর্যন্ত জমা দিয়েছেন ৩৮ জন প্রার্থী। এরমধ্যে রাজশাহী-১ আসনে ৬টি, রাজশাহী-২ আসনে ৯টি, রাজশাহী-৩ আসনে ৭টি, রাজশাহী-৪ আসনে ৪টি, রাজশাহী-৫ আসনে ৮টি এবং রাজশাহী-৬ আসনে ৪টি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। ৬টি আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।

সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহী-২ (সদর আসন) এর এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে এবার বিএনপির নিরঙ্কুষ বিজয় হবে। গতকাল সোমবার বিকেলে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিনু বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। এই মূহুর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সব আসনে বিএনপি জয় পেয়েছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী। প্রশাসন সবার সাথে সুন্দরভাবেই কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহনাগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল প্রমুখ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের জামায়াত মনোনিত প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর রিটানির্ং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির অ্যডভোকেট আবু মো: সেলিম, সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারি সেক্রেটারী শাহাদত হোসাইন ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন, নির্বাচন ঘনিয়ে এলেও সব দলের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। গতকাল সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন । ১৯৮৬ সালে তিনি এ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা লেভেল প্লেয়িং ফিল্ড নিশিত করার জন্য ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের কাছে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন রিটার্নিং কর্মকর্তার নিকট তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা যেমন মনোনয়নপত্র নিজে দাখিল করতে পারলাম। কিন্তু বেগম জিয়া নিজে আসতে পারেননি। তাঁর জন্য দোয়া চান তিনি। এ সময়ে তাঁর সঙ্গে ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা সদস্য মোহাম্মদ মহসিন ও সদর উদ্দিন, রাজশাহী জর্জ কোর্টের পিপি ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম এবং রাজশাহী বার সমিতির সাধারণ এডভোকেট জমসেদ আলী। আরো উপস্থিত ছিলেন রাজশাহী বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগপত্র জমা দেন। তিনি টানা পাঁচবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ৩৬ জুলাইয়ের চেতনায় কাজ করছে। যারা ৩৬ জুলাইয়ের চেতনার বিপক্ষে কাজ করছে, জনগণ তাদের ভোট দিবে না। বর্তমানে নির্বাচনী মাঠে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক লক্ষণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।” মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

রাজশাহী-৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল:

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩জন এমপি প্রার্থী। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে দীর্ঘদিন পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঘা উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের কার্যালয়ে দলীয় নেতাদের সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে চারঘাট উপজেলা সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। উল্লেখ্য, বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।

রাজশাহী-৪ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল:

রাজশাহী-৪ (বাগমারা) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডি.এম জিয়াউর রহমান জিয়া। গতকাল সোমবার বিকেলে তিনি নির্বাচনি আচরন বিধি মেনে আইনজীবীসহ ৫ জন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র গ্রহণের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেল সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূজ্ঞা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ডি.এম জিয়াউর রহমান জিয়ার মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।

এদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর বারী সরদার। তিনিও নির্বাচনি আচরণ বিধি মেনে ৫ জন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, জামায়াতের বাগমারা উপজেলা আমির মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম ও জামায়াতের সাবেক উপজেলা আমির সিরাজ উদ্দিন।

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন দাখিল:

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এসময় তার সঙ্গে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাশতুরা আমিনা মনোনয়ন ফরম গ্রহণ করেন। মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা।