ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে কুয়াশার দাপটে কমেনি শীত, আসছে শৈত্যপ্রবাহ

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:50 am

স্টাফ রিপোর্টার: পৌষের মাঝামাঝিতে রাজশাহীসহ সারাদেশে শীতের দাপট বেড়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছে না, তাই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি।

এমন পরিস্থিতি আরো দুই দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর সপ্তাহের মাঝামাঝি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথাও বলেছে অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, “গত ২৪ ঘণ্টায় আবহাওয়ার রেকর্ড অনুযায়ী দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন স্থানের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তাপমাত্রা বাড়লেও আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা কমেনি। এমন পরিস্থিতিতে “মঙ্গলবার রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তখন একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।” পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বুধবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তাপমাত্রা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। ভোর ও রাতের দিকে হিমেল বাতাসের কারণে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ছে অনেকের জন্য। হাটবাজার, নির্মাণকাজ ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি। রাস্তায় মানুষের উপস্থিতি কমে গেছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। গতকাল সোমবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি। রাজশাহী বিভাগের রাজশাহীতে ১২ দশমিক ৪, ঈশ্বরদী ১২ দশমিক ৫, বগুড়া ১২ দশমিক ৭, নওগাঁ ১২ ডিগ্রি তাপমাত্রা ছিল। রংপুর বিভাগে রংপুর ১৩, দিনাজপুর ১২ দশমিক ৪, সৈয়দপুর ১৩, তেঁতুলিয়া ৯ দশমিক ৬, লালমনিরহাট ১৩ দশমিক ৪ এবং নীলফামারীতে ১৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।