ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

মোহনপুরে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 10:13 pm

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মোহনপুর উপজেলা পরিষদ আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার সভাপতিত্ব করেন।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আখতার, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বেনজীর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিব, মোহনপুর তামিরুল মিল্লাত হাসানিয়া মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলামসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় পুকুর খনন বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্যের প্রতিরোধ বিষয় বিশদভাবে আলোচনা হয়।