ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

বিশিষ্ট গবেষক এবনে গোলাম সামাদের জন্মবার্ষিকী

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:27 am

স্টাফ রিপোর্টার: দার্শনিক, চিন্তাবিদ, বিশিষ্ট গবেষক এবনে গোলাম সামাদের ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার শাহমখদুম কলেজ শিক্ষক মিলনায়তনে হেরিটেজ রাজশাহী ও গণঅভ্যুত্থান ২৪ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও উপন্যাসিক মঈন শেখ। প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম।

আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. ইফতেখার আলম মাসুদ, উদ্ভিদ বিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর নুরুল আমীন, ইতিহাস বিভাগের প্রফেসর ড. গোলাম সারওয়ার, কবি মোস্তাক রহমান, মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী। প্রফেসর ড. সামিউল ইসলাম। সঞ্চালনা করেন গল্পকার মনির বেলাল।

বক্তারা বলেন, এবনে গোলাম সামাদ ছিলেন প্রতিবাদী কন্ঠস্বর। তিনি কোন অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেন তার লেখনীর মাধ্যমে। তিনি একটি চলন্ত লাইব্রেরীও ছিলেন। এমন কোন বিষয় নেই যা সম্বন্ধে তিনি জানতেন না। তিনি উদ্ভিদবিদ্যার শিক্ষক হলেও ইসলাম সংস্কৃতি নৃতত্ত্বসহ অসংখ্য বিষয়ে তার জ্ঞান ছিল সীমাহীন। কিন্তু দুঃখের বিষয় জীবিত থাকতে আমরা তার মূল্যায়ন করতে পারিনি। আমরা চাই তাকে যোগ্যসম্মান দেয়া হোক। তার লেখা অসংখ্য বই আজও মানুষের জ্ঞান অন্বেষণে কাজে লাগছে।