ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৫:৪৯ পূর্বাহ্ন

গ্রাম আদালতের অভিগম্যতা বৃদ্ধিতে গণশুনানি

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 12:39 am

প্রেস বিজ্ঞপ্তি: সিসিবিভিও’র উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতে ন্যায় বিচার প্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার আয়োজিত এ গণশুনানিতে রিশিকুল ইউনিয়নের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলেয়া বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন রিশিকুল ইউনিয়ন পরিষদের ৪ জন ইউপি সদস্য ও সচিব জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী রাকিবুল ইসলাম, সিসিবিভিও প্রতিনিধি নিরাবুল ইসলাম। গণশুনানীর শুরুতে উপস্থিত সকলকে গ্রাম আদালতে বিবাদ মীমাংসার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়বার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মূলপর্বে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান। গ্রাম আদালতের কাঠামো, বিচারিক প্রক্রিয়া ও পদ্ধতি, মীমাংসার ধরণ, আবেদন প্রক্রিয়া বিষয়ে আলোচনা করা হয়। সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, যোসেফ হাঁসদা, রুমা লাভলী মুর্মূ ও সমাজ সংগঠক ইমরুল সাদাত।