শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার তাগিদ
স্টাফ রিপোর্টার: শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উন্নয়ন সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে গতকাল মঙ্গলবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারের মিলনায়তনে আয়োজিত শিশু গবেষক সমাবর্তন ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে শিশু গবেষকদের পাশাপাশি তাঁদের মা-বাবাকেও সম্মাননা প্রদান করা হয়।
“চিলড্রেন নো বেটার: মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটিভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন” প্রকল্পের আওতায় আয়োজিত ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষনীয় দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী। শিশু গবেষকদের হাতে সনদ তুলে দিয়ে তিনি বলেন, “এই সমাবর্তন শিশুদের চিন্তাশক্তি ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শিশুদের পাশাপাশি তাঁদের পরিবারের স্বীকৃতি প্রদানের উদ্যোগ একটি অনন্য দৃষ্টান্ত।”
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ২৫ জন শিশু গবেষককে সনদ প্রদান করা হয়। এসিডির প্রকল্প সমন্বয়কারী আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন। সমাবর্তন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসিডির টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্কিং) সুব্রত কুমার পাল। শিশু গবেষকরা সমাবর্তনে সনদগ্রহণের পাশাপাশি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রকল্পের আওতায় ২৫ জন শিশু নেতৃত্বের অংশগ্রহণে শিশু নেতৃত্বাধীন গবেষণা পরিচালিত হয়। শিশুরা ফোকাস গ্রুপ আলোচনা, সাক্ষাৎকার এবং স্থানীয় সিদ্ধান্তগ্রহণকারীদের সঙ্গে কী ইনফরমেন্ট ইন্টারভিউ পরিচালনার মাধ্যমে কমিউনিটির ঝুঁকি, প্রতিবন্ধকতা ও প্রতিরোধের সুযোগগুলো চিহ্নিত করে। এসব গবেষণা ফলাফলকে জাতীয় পর্যায়ে সমন্বিত কার্যক্রমে রূপান্তরের লক্ষ্যে এই সমাবর্তনের আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান বলেন, “শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু-কেন্দ্রিক, প্রমাণভিত্তিক ও সমন্বিত উদ্যোগ জোরদার করা জরুরি। সরকারি ও বেসরকারি সংস্থার কার্যকর সমন্বয় শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, এয়ারপোর্ট থানার ইনচার্জ মাছুমা মোস্তারী, বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনুল হক, জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন অর রশীদ, ডাসকো ফাউন্ডেশনের টিম লিডার আনোয়ারা বেগম, অব. শিক্ষক আসাদ আলী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










