ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৫ - ৫:১৮ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 10:15 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি — রাজিউন)। তাঁর মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোক ও বেদনার আবহ বিরাজ করছে।

দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাসা-বাড়ি ও রাজনৈতিক অঙ্গনে দেখা যায় আবেগঘন পরিবেশ। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করে। কার্যালয়ের ভেতর-বাইরে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতি, ত্যাগ ও রাজনৈতিক সংগ্রামের কথা।

বেলা সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হানসহ জেলা ও মহানগর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। উপস্থিত নেতাকর্মীরা চোখের জলে প্রিয় নেত্রীর বিদায়কে স্মরণ করেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অবিসংবাদিত নেতৃত্ব ছিলেন। দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব, দৃঢ় মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বিএনপির নেতাকর্মীদের জন্য চিরকাল পথনির্দেশক হয়ে থাকবে।

নেতাকর্মীরা বলেন, এই শোকের মুহূর্তে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখাই হবে বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা। তাঁর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

এদিকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পবা মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলনের বিসিক এলাকার নিজ কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মিনুর শোক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। শোক বার্তায় তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপোসহীন দেশনেত্রী। তিনি কখনো অন্যায়ের নিকট মাথানত ও আপোস করেননি। তাঁর মৃত্যুতে বিএনপি পরিবারের অনেক ক্ষতি হয়ে গেলো। এই ক্ষতি পুরনের নয়।

তিনি আরো বলেন, বেগম জিয়া একজন ন্যায়পরায়ন নেত্রী ছিলেন। তাঁর মধ্যে কোন প্রকার অহংকার ছিলোনা। তিনি কারো প্রতি প্রতিহিংসা পরায়ন ছিলেন না। এছাড়াও তিনি তাঁর জ্ঞাতসারে কারো ক্ষতি করেননি। তিনি আলেম- ওলামাদের ভালবাসতেন। তিনি একজন ধর্মভীরু নারী ছিলেন। এজন্য তাঁর এবং তার পরিবার ও দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর উপরে অন্যায়কারীদের বিচার আল্লাহর নিকট দিতেন।

বিএনপি নেতা মিলনের শোক  

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহী জেলা বিএনপি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, যুগ্মআহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়ার এই প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তিনি প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নানা নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি।

বিএনপি নেতা ঈশার শোক

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি শোক বার্তায় বলেন, এই মহিয়শী নেত্রীর মৃত্যুতে বিএনপি তথা দেশবাসীর অপুরণীয় ক্ষতি হলো। কোনভাবেই এই ক্ষতি পুরণ হওয়ার নয়। তিনি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বাংলাদেশ শাসনে মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তথা বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মাণ ও জাতীয় ঐক্য সৃষ্টিতে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

রেশম শিল্প মালিক সমিতি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী ও সাধারন সম্পাদক আব্দুল কাদের মুন্না। নেতৃবৃন্দ মরহুমার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জামায়াত নেতা কালাম

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেকোরেটর মালিক সমিতি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন, সভাপতি এন্তাজ আলী, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টুসহ অত্র সমিতির সকল নেতৃবৃন্দ। তারা সকলেই বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসীব করেন তারজন্য দোয়া করেন তারা।

দৈনিক বার্তা ট্রাস্টি বোর্ড

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক বার্তা ট্রাস্টি বোর্ডের সদস্য বিএনপি নেতা এডভোকেট আব্দুল হাই। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসীব করেন তারজন্য দোয়া করেন তারা।

মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ। নেতৃবৃন্দ বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু বাক্কার ও সাধারন সম্পাদক নকিরুল ইসলাম। নেতৃবৃন্দ বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানান।