নিয়ামতপুরে খড়ের গাদায় আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এক কৃষকের তিনটি খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় এক যুবক দগ্ধ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক দাবি করেছেন। গত সোমবার রাত নয়টার দিকে উপজেলার কানইল ডাঙ্গাপাড়া গ্রামে সগেন দাসের খড়ের গাদায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাঁর অভিযোগ, ‘শত্রুতামূলকভাবে’ আগুন লাগানো হয়েছে। এতে তাঁর ৩০ বিঘার খড় পুড়ে গেছে। আগুনে দগ্ধ যুবকের নাম মিঠন দাস (৩২)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আমন ধান মাড়াই করে বাড়ির খলিয়ানে তিনটি খাদা করে রেখেছিলেন কৃষক সগেন দাস। গত সোমবার রাত নয়টার দিকে স্থানীয়রা হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পায়। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এসময় আগুন নেভাতে গিয়ে মিঠন দাস নামে এক যুবক অগ্নিদগ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সগেন দাসের ছেলে সঞ্জয় দাস বলেন, ধান মাড়াই করে খড়গুলো তিনটি গাদা করে রাখা হয়েছিল। গাদার খড়গুলো সারাবছর গরুকে খাওয়ানো হয়। অবশিষ্ট খড় বিক্রি করা হয়। আগুনে সব পুড়ে গেছে। গরুগুলোকে এখন কি খাওয়াবো সেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। তিনি বলেন, আগুন লাগার ধরন দেখে মনে হচ্ছে কেউ ‘শত্রুতামূলকভাবে’ আগুন লাগিয়েছে। নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, তাঁরা রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।










