ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৫ - ৮:১৯ পূর্বাহ্ন

সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে: চাঁদ

  • আপডেট: Sunday, December 28, 2025 - 12:10 am

চারঘাট প্রতিনিধি: একটি আদর্শ ও সমৃদ্ধ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই। আর সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ছাড়া টেকশই উন্নয় কখনই সম্ভব নয় বলে বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চারঘাট-বাঘা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমী চত্বরে অনুষ্ঠিত চারঘাট উপজেলা শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে শিক্ষকদের দ্বায়িত্ব অত্যান্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও শিক্ষক সমিতিরি একটি স্থায়ী অফিস নির্মাণ করে দেবার ঘোষণাও দেন তিনি। সভাপতি জাহাঙ্গীর হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সাবেক কাউন্সিলর মোজাফ্ফর হোসেন প্রমুখ।