শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি
স্টাফ রিপোর্টার: শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
গতকাল শনিবার নগরীর তালাইমারী মোড়ে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পৃথক ভাবে এই কর্মসূচি পালন করে। এসময় আন্দোলনে অংশগ্রহণকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সেই সাথে তারা ভারত বিরোধী নানা স্লোগান দিতে থাকে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও রুয়েটের শিক্ষার্থী রেদোয়ান সিদ্দিকী জানান, শহিদ হাদির হত্যাকারীরা চিহ্নিত। তারা শুধুমাত্র একটি দলের নয়। এই হত্যাকাণ্ডের সাথে ভারতও জড়িত। তারা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এদিকে গতকাল দুপুর থেকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনার অফিস ও বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।











