রাজশাহীতে এসএসসি’৯৪ ব্যাচের মিলনমেলা
স্টাফ রিপোর্টার: রাজশাহীর টার্ফ মাঠে এসএসসি’৯৪ ব্যাচ রাজশাহীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক বন্ধু-বান্ধব অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে মিলনমেলার সূচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসসি’৯৪ ব্যাচ শুধু একটি ব্যাচ নয়, এটি একটি আবেগ, একটি পরিবার। জীবনের ব্যস্ততায় হারিয়ে গেলেও এই মিলনমেলা আমাদের আবার এক সুতোয় বেঁধেছে। আমরা যেন সব সময় একে অপরের পাশে থাকতে পারি, দুঃখে-সুখে সহযোগিতা করতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার।
দিনব্যাপী অনুষ্ঠানে মৃত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে কেক কাটা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও আকর্ষণীয় লটারি ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন রাজশাহী বেতারের উপস্থাপিকা শিফা আনজুম। উপস্থিত ছিলেন রাজশাহী’৯৪ ব্যাচের অ্যাডমিন ও সদস্যদের মধ্যে সাজু আহমেদ, মাসুদ রানা, শাকিলা, আবুল হাসান, সুইডেন, মোস্তাক, শাহিন আলম, ডায়মন্ড, পাভেলসহ বন্ধু-বান্ধব। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সবাই যেন হারিয়ে যান শৈশবের সেই স্মৃতিময় দিনগুলোতে। অনুষ্ঠানের শেষ পর্বে সকলে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আগামী দিনগুলো একসাথে চলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।











