রাজশাহী কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের বাংলাবিভাগের অ্যালামনাই সম্মিলন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর যহুর আলী। অ্যালামনাস কমিটির প্রথম সভাপতি নির্বাচিত হন প্রফেসর ড. ইব্রাহিম আলী। অ্যালামনানাই সম্মিলন ২০২৫ এর আহ্বায়কের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। অ্যালামনাই সম্মিলনে বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষকবৃন্দ ও প্রায় দেড় হাজার প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে বাংলা বিভাগ অ্যালামনাই কমিটি গঠিত হয়। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।











