ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ২:৫৮ পূর্বাহ্ন

এসিআই পিএলসি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:33 pm

প্রেস বিজ্ঞপ্তি: এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ পিএলসি (এসিআই)-এর ৫২তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এম আনিস উদ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ উক্ত অর্থবছরের জন্য ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

এডভান্সড কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

ড. আরিফ দৌলা সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।