ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ২:৩৭ পূর্বাহ্ন

আদিবাসী পরিষদের তহবিল গঠনে ধান উত্তোলন কর্মসূচি

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের তহবিল গঠনে মাসব্যাপী ধান উত্তোলন কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেলডাঙ্গা গ্রামে প্রথম ধান উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। গ্রাম প্রধান স্বতঃস্ফূর্তভাবে ধান প্রদান করে কর্মসূচিতে সহযোগিতা করেন।

কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি। তিনি বলেন, আদিবাসীদের ভূমি, পরিচয়, অধিকার ও ন্যায্যতার লড়াই দীর্ঘদিনের। এই আন্দোলনকে টিকিয়ে রাখতে এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে নিজেদের শক্তির ওপর দাঁড়ানো জরুরি। ধান উত্তোলন কর্মসূচি সেই আত্মনির্ভরতার একটি প্রতীকী উদ্যোগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবিন্দ্রনাথ হেমরম, দেওপাড়ার শিপন ওরাওসহ স্থানীয় নেতৃবৃন্দ ও আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাসব্যাপী এই ধান উত্তোলন কর্মসূচির মাধ্যমে সংগঠনের আর্থিক ভিত্তি শক্তিশালী হবে এবং আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য দাবির আন্দোলনকে শক্তিশালী করতে সহায়তা করবে।