ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ১:০৯ পূর্বাহ্ন

রাবি অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের মৃত্যুতে উপাচার্যের শোক

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:04 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (৭৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি গতকাল সকাল ১১:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

রাবি থেকে অবসর গ্রহণের পর তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। গতকাল বাদ এশা হেতমখাঁ গোরস্থান সংলগ্ন জামে মসজিদে জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়।