ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ১২:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীতে জুনিয়র ও দাখিল বৃত্তি পরীক্ষা শুরু

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ী পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে পরীক্ষায় অংশ নেয়।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে মোট ২৪টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৩টি কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং অপর ১১টি কেন্দ্রে ইবতেদায়ী পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাজশাহীতে মোট সাত হাজার ৪৮৪ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল সাত হাজার ১৭০ জন এবং অনুপস্থিত ছিল ৩১৪ জন শিক্ষার্থী। দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮৩৪ জন। এদের মধ্যে ৭৯০ জন পরীক্ষায় অংশ নেয় এবং ৪৪ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট এক হাজার ২০৩ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় উপস্থিত ছিল এক হাজার ১৫৬ জন এবং অনুপস্থিত ছিল ৪৭ জন।

সকালের দিকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করে।

কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝেও ছিল সন্তানের ভালো ফলের প্রত্যাশা। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজশাহীতে চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং ইবতেদায়ী পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।