ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ১:২৬ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সভাপতি জোহা সম্পাদক আইবুর

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন আইবুর রহমান।

গতকাল রোববার নগরীর সাগরপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মনোয়ারুল ইসলাম।

এতে সভাপতি পদে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা। সাধারণ সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন আইবুর রহমান। এছাড়াও সহসভাপতি ৫০ ভোট পেয়েছেন রবিউল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে এসএম কামরুজ্জামার পেয়েছেন ৫৫ ভোট। এছাড়াও আট সদস্য বিজয়ী হয়েছেন।

তারা হলেন, ফজলুল হক, মোতাহার হোসেন, শাহজাহান আলী বরজাহান, তৈয়বুর রহমান, আবুল কালাম আজাদ, মাসুদ হোসেন, এমদাদুল হক ও অ্যাড. এন্তাজুল হক বাবু। মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমবায় সমিতির ১২০জন সদস্য ভোট প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও ফলাফলের সময় সমবায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।