বৈকালী সংঘ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
স্পোর্টস ডেস্ক: শুরু হয়েছে বৈকালী সংঘ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ১১তম আসর ২০২৫-২৬। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় কালেক্টর মাঠে বৈকালী সংঘের আয়োজনে টি টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম সওদাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাস্টার শেফ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী এস এম শিহাব উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা, বৈকালী সংঘের হকি কোচ রায়হান উদ্দিন হালিম, তারেক আলী, রবি ও মীর হাসিবুর রহমান পরশ। টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩৩টি দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় অংশগ্রহণ করে স্পোর্টস আনলকড ক্রিকেট একাডেমি নওহাটা ও লক্ষ্মীপুর ইউনাইটেড। প্রথম ইনিংসে স্পোর্টস আনলকড ২০ ওভারে ১৪৫ রান করে ৮ উইকেট এ। দ্বিতীয় ইনিংসে লক্ষ্মীপুর ইউনাইটেড সব উইকেট হারিয়ে ৯৬ রান করে। ৪৯ রানের ব্যবধানে ম্যাচের বিজয়ী স্পোর্টস আনলকড একাডেমি।











