ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ১২:৪৪ পূর্বাহ্ন

বিরাজনীতিকরণের লক্ষ্যেই তারেককে দেশে আসতে দেয়া হয়নি: মিলন

  • আপডেট: Sunday, December 28, 2025 - 12:19 am

স্টাফ রিপোর্টার: দেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের লক্ষ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দীর্ঘদিন দেশে ফিরতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় একটি ফ্যাসিস্ট চক্র ক্ষমতা দখল করে মাইনাস ওয়ান ফরমুলা বাস্তবায়নের চেষ্টা চালায়। সে সময় তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে আটক করে অমানবিক নির্যাতন করা হয়, যার ফলে গুরুতর অসুস্থ অবস্থায় তারেক রহমান প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান। পরে তাঁর নামে শতাধিক মামলা ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেশে ফেরা ঠেকানো হয়।

রোববার নওহাটা পৌরসভার একটি হলরুমে পবা-মোহনপুর ছাত্রদলের আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার গত সতের বছর গুম, খুন, গায়েবি মামলা ও নির্যাতনের মাধ্যমে দেশকে দমন-পীড়নের মধ্যে রেখেছিল। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে সরকার পতনের পরই তারেক রহমানের দেশে ফেরার সুযোগ সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ভিশন ও তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষিত ও জবাবদিহিমূলক রাজনীতি প্রয়োজন। প্রশিক্ষণ কর্মশালায় পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন এর সভাপতিত্বে ও মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, কবি নজরুল ইসলাম সরকারি কলেজ ঢাকা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেল মৃধা ও সোহরওয়ার্দি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।