ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৫ - ৪:২১ পূর্বাহ্ন

হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  • আপডেট: Sunday, December 28, 2025 - 10:12 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল রোববার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ধারাবাহিকতায় ছাত্র-জনতার ব্যানারে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সহ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘বিপ্লবীরা যখন নিজেদের জীবন গোছাতে ব্যস্ত তখন আজাদীর স্বপ্ন নিয়ে একলা লড়ে গিয়েছিল শহিদ ওসমান হাদী। এদেশের কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে ভারত টার্গেট করে নাই, টার্গেট করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদিকে।’

রাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা মাঠে নেমে আসুন। আপনারা মাঠে না আসলে আগামীর সন্তানেরা ভারতীয় আধিপত্যবাদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হবে। অর্থনৈতিক শোষণ ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে হলে হাদি হত্যার বিচার করতেই হবে।’

ইন্টেরিমকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, খুনিরা কিভাবে বাংলাদেশ থেকে খুন করে বর্ডার পার হয়ে ইন্ডিয়া প্রবেশ করল এর জবাব ইন্টেরিমকে দিতেই হবে। অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়, শহিদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা হবে। অবস্থান কর্মসূচির ফলে ঢাকা- রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

এসময় বিক্ষোভকারীরা ভারতবিরোধী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং ওসমান হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন। বিক্ষোভকারীরা জানান, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও হত্যাকারীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।