স্যাটেলাইট টাউন হাইস্কুলের ৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী চিড়িয়াখানা পার্কে রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুলের এসএসসি’র ১৯৯১ ব্যাচের দ্বিতীয় মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
রোববার এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্কুলের এসএসসি ৯১-এর ছাত্র মেম্বার অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট জার্নালি সোসাইটির আব্দুল মতিন চয়নের অর্গানাইজে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিনোদনের পাশাপাশি পুরস্কার বিতরণ ও স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।











