ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৫ - ১০:১০ পূর্বাহ্ন

বিভাগীয় সদস্য সংস্থার প্রতিনিধিদের সাথে এডাব কার্যনির্বাহী পরিষদের সভা

  • আপডেট: Sunday, December 28, 2025 - 12:07 am

প্রেস বিজ্ঞপ্তি: অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) রাজশাহী জেলা শাখার উদ্যোগে শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স রুমে রাজশাহী বিভাগের সদস্য সংস্থার প্রতিনিধিদের সাথে এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন এডাব রাজশাহী জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন আহম্মদ। প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসন, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও নির্বাহী পরিচালক, হীড বাংলাদেশ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নির্বাহী পরিচালক, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মোহসিন আলী, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও নির্র্বাহী পরিচালক, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি সৈয়দা শামীমা সুলতানা, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও নির্র্বাহী পরিচালক, সমাধান রেজাউল করিম, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য ও নির্র্বাহী পরিচালক, জাকস ফাউন্ডেশন নুরুল আমিন, এ কে এম জসীম উদ্দিন, পরিচালক, এডাব মুস্তাফিজুর রহমান, রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরীসহ রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন এনজিও এর নির্বাহী প্রধানগণ। সভাটি সঞ্চালনা করেন পার্টনার এর পরিচালক (প্রোগ্রাম) আলিমা খাতুন লিমা।