গোদাগাড়ীর ভাটোপাড়া বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে (১৯২৫-২০২৫) এক আনন্দঘন সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা পর্বে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ভাটোপাড়া উৎসবমুখর হয়ে ওঠে। গতকাল শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী, প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হিসেবে দুটি ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়, যা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
শোভাযাত্রাটি ভাটোপাড়া গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তীতে গান-বাজনা, দেশীয় সুর, নৃত্য পরিবেশনা ও আনন্দ-উল্লাসে অংশগ্রহণকারীরা শতবর্ষের গৌরবময় ইতিহাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত নৃত্য ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত, বর্ণিল ও স্মরণীয়। স্থানীয়রা জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয়। শত বছরের এই পথচলায় বিদ্যালয়টি অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছে, যারা আজ দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সবার অংশগ্রহণে আয়োজন সফল হোক”এই প্রত্যয়ে শতবর্ষ পূর্তি উৎসবের সূচনা করা হয়েছে। পর্যায়ক্রমে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মতো আরও নানা কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন আগামী দিনেও শিক্ষা, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধে আলোকিত পথচলা অব্যাহত রাখতে পারে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।











