ইবনে হায়সাম ল্যাবরেটরিজ’র মিলনমেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: ইবনে হায়সাম ল্যাবরেটরিজ লিঃ ও ইবনে হায়সাম হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস এর বাৎসরিক মিলনমেলা ও পিকনিক গত শুক্রবার লালপুরের গ্রীণ ভ্যালিতে অনুষ্ঠিত হয়।
কোম্পানির এসিটেন্ট সেলস ম্যানেজার আবু তাহের ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে হায়সাম ল্যাবরেটরিজ লিঃ ও ইবনে হায়সাম হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন বাদল, আমন্ত্রিত বিশেষ অতিতি ছিলেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু, বিশেষ অতিথি ছিলেন লেকচারার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহীর ডাঃ মাহফুজুর রহমান রাজ, ইবনে হায়সামের মার্কেটিং ডাইরেক্টর মোরশেদ সরওয়ার তমাল, কোম্পানির ন্যাশনাল সেলস ম্যানেজার মাহাবুবুর রহমান জুয়েল।
অনুষ্ঠানে কোম্পানির উৎপাদিত পন্যের পরিচিতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনাসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং শিশুদের স্বাস্থ্য সচেতনতামূলক প্রতিযোগিতা, র্যাফের ড্র ও স্বাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই আয়োজনে রাজশাহীর বিভিন্ন উপজেলার চিকিৎসকসহ আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।











