আরটিজেএ’র নির্বাচনের তফসিল ঘোষণা
স্টাফ রিপোর্টার: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (আরটিজেএ) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী মহানগরীর বরেন্দ্র কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংগঠনটির নির্বাচন বোর্ডের এক বৈঠকে এই তফসিল চূড়ান্ত করার পর ২৭ ডিসেম্বর তা ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দের সভাপতিত্বে অন্য দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও আবুল কালাম মুহাম্মদ আজাদ বৈঠকে অংশ নেন।
ঘোষিত তফসিল অনুসারে ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত মনোনয়পত্র উত্তোলন ও জমাদান করা যাবে। কার্যনির্বাহী কমিটির ৯টি পদের প্রতিটিতেই মনোনয়ন ফরমের মূল্য ৫০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।
মনোনয়নপত্র জমাদানের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫ হাজার টাকা, নির্বাহী সদস্য পদে ২ হাজার টাকা ও বাকি পদগুলোতে ৩ হাজার টাকা করে অফেরৎযোগ্য জামানত প্রদান করতে হবে।
মনোনয়নপত্র বাছাই, শুনানি ও নিষ্পত্তি শেষে আগামী ৩০ ডিসেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৩১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।
১ জানুয়ারি ২০২৬ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর করতে নির্বাচন বোর্ড সংশ্লিষ্ট সকলের সহায়তা প্রত্যাশা করে।











