ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৫ - ৮:২৫ পূর্বাহ্ন

বাগমারায় ভ্যানচালক হত্যার পাঁচদিন পর থানায় মামলা

  • আপডেট: Saturday, December 27, 2025 - 12:36 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় ভ্যানচালক ওমর ফারুক (৩৯) হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর বাবা মোসলেম সরদার বাদী হয়ে বাগমারা থানায় মামলাটি করেন। এর আগে গত ২০ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওমর ফারুকের। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন-উপজেলার দেউলিয়া গ্রামের রেজাউল করিম (৪৭), বিপ্লব ওরফে ভুট্টো (৩৫), রহিদুল ইসলাম (৪৫), হাবিবুর রহমান (৫৫), মাঝিগ্রামের আবদুল মতিন (৪০), ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার মুকুল হোসেন ওরফে মুরগি মুকুল (৪৪), জুয়েল রানা ওরফে ভাঙাড়ি জুয়েল (৩৫), দরগামাড়িয়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), ভবানীগঞ্জ পৌরসভার আসাদুল ইসলাম (৩৬), আবদুস সালাম (৪৮), মোজাম্মেল হক (৪২) ও আবদুল হান্নান (৩৮)।

পুলিশ আসামিদের মধ্যে তিনজনকে সন্দেহবশত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় আটক করেছিল। কিন্তু থানায় এনে মুকুল হোসেনকে ছেড়ে অন্য দুজনকে কারাগারে পাঠানো হয়। পরে মামলায় আবারও মুকুলকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাহিদ শেখ জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মুকুল নামে যাঁকে আটক করে ছেড়ে দেয়া হয়েছিল, এজাহারে নাম থাকায় তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ওসি সাইদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সব আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। বাদীর সিদ্ধান্তের কারণেই মামলা দেরিতে হয়েছে বলেও দাবি করেন তিনি।